Parambrata Chatterjee অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন, বিয়ের ছবি ভাইরাল

Parambrata Chatterjee অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন, বিয়ের ছবি ভাইরাল

টলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ তকমা এবার মুছে গেল Parambrata Chatterjee এর । 27 নভেম্বর রোজ সোমবার সকল গুঞ্জনকে সত্য করে সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ।

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল পরমব্রত এবং পিয়া এর সম্পর্ক রয়েছে । যদিও কখনই তারা দুইজনে তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। পিয়া পেশায় হচ্ছেন একজন মানসিক স্বাস্থ্যকর্মী । ২০২১ সালে সঙ্গীত পরিচালক অনুপম রায়ের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় । তখন সে সময় গুঞ্জন উঠেছিল, পরমব্রতের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই নাকি অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

সে সময় অবশ্য পরমব্রত বার বার বলেছিলেন তারা শুধুই খুব ভাল বন্ধু। এছাড়াও তিনি এটাও সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন, এই ধরনের আলোচনায় যে তিনি খুবই বিরক্ত । এর পর অবশ্য তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অনেক খবর প্রকাশ পেয়েছিল । এবং অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, তারা এই নভেম্বরেই বিয়ে করছেন।

অবশেষে সকল গুঞ্জনকে সত্য করে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন দু’জনে। তাদের বিবাহে খুব বেশি এলাহি ভাবে বিয়ের আয়োজন করা হয় নি । সীমিত অতিথিরাই নিমন্ত্রিত ছিলেন । মূলত পরিবার এবং একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতি ছিলেন তাদের বিয়েতে। টলিউডের বিশেষ কাউকেই সে ভাবে ডাকেননি তারা।

তবে অবশ্য নিজের বিয়ের কয়েকটি ছবি ইন্টগ্রাম এ পোষ্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় । আর লিখেছেন, “তাহলে চলো, তুমি আর আমি সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়ে” । একটি ছবিটেতে দেখা যাচ্ছিল পিয়া একটি ডকুমেন্ট এ স্বাক্ষর করছেন এবং পরমব্রত তার দিকে তাকিয়ে রয়েছেন ।

তাদের বিবাহের খবর প্রকাশ হবার পর ভক্তদের মধ্যে তাদের নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন । একটা কমন প্রশ্ন সবাই জানতে চাইছেন পিয়া চক্রবর্তী এর বয়স কত । আসলে, পরমব্রত এর বয়স ৪৩ জানা গিলেও পিয়া বয়স কত তা এখন ও জানা সম্ভব হয় নি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top