শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ৩ উইকেট শিকার করেছেন বাংলাদেশি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব । এই ম্যাচে প্রতি ওভারে গড়ে ৮ রান করে দিয়ে ১০ ওভারে মোট ৮০ দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি । এই ম্যাচে তার নজর কাড়া বলিং মুগ্ধ করেছে সবাইকে।
অভিষেক ম্যাচেই গড় রান রেইটা ভালো না হলেও গুরুত্বপূর্ন ৩টি উইকেট শিকার করে শ্রীলংকাকে বিপদে ফেলে দেন সাকিব । তিনি বিশ্বকাপে তার ক্যারিয়ার এর প্রথম উইকেট শিকার করেন শ্রীলংকান ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা এর ।
তারপর ম্যাচ শেষের দিকে ১০৮ রান করা আসালঙ্কা উইকেট শিকার করায় ২৮০ রানের উপরে টার্গেট দিতে পারেনি টিম শ্রীলংকান । তানজিম হাসান সাকিব যদি এই উইকেটটি শিকার না করতেন তবে হয়তো ৩০০ এর কাছাকাছি রানের টার্গেট দিত শ্রীলংকা ।
তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে এশিয়া কাপ এর মধ্য দিয়ে ওডিআই ক্রিকেটে এ অভিষেক করেছিলেন ।
অভিষেক ম্যাচেই ভারতের মতো দলের সাথে তার পারপোমেন্স নজর কেড়েছিল বিশ্ববাসীর কাছে । এই ম্যাচে ৭.৫ ওভার বলিং করে ৩২ রান দিয়ে রোহিত শর্মা এবং তিলক বর্মা এর (মোট 2 উইকেট ) শিকার করেছিলেন সাকিব ।
এই এক ম্যাচে তার পারপোমেন্স দেখে বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি । বিশ্বকাপে প্রথম ৭টি ম্যাচের মধ্য দলের ১৫ জন খেলেয়ার এর মধ্যে ১৪ খেলার সুযোগ পেলেও, একমাত্র সাকিবই কোন ম্যাচ খেলার জন্য সুযোগ পান নি ।
অবশেষে বাংলাদেশর একের পর এক ম্যাচ হারার পর ৮ম ম্যাচে শ্রীলংকা বিপক্ষে দলে জায়গা পান তিনি । এই ম্যাচে ২৮০ রানের টার্গেট দেয় শ্রীলংকা, কিন্তু ম্যাচটি বাংলাদেশ ৪১.১ ওভার খেলেই ৩ উইকেটে জিতে যায় ।
এই ম্যাচ হারলে হয়তো প্রায় 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চিটকে যেত টিম বাংলাদেশ । তানজিম হাসান সাকিব এর সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ড এর বিপক্ষে ।