ফেইসবুক বা ইউটিভব এ মশার প্রতিশোধ বাংলা কাটুন শর্ট ভিডিও দেখেন নি এমন বাঙালি দর্শক খুব কমই পাওয়া যাবে । মাত্র ৪.৩১ মিনিট এর একটি কাটুন ভিডিওতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভিউ এসেছে । মশার প্রতিশোধ পার্ট ১ এতটাই জনপ্রিয় হয়েছিল যে বর্তমানে এটি একটি সিরিজ আকারে প্রতি মাসেই নতুন নতুন পর্ব Adnan’s Toon (বাংলা) ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে ।
কাটুনটির গল্পের পার্ট ১ এ দেখা যায় একটি মশা একজন এইডস আক্রান্ত রোগীকে কামড় দেওয়ায় সে এইডস রোগে আক্রান্ত হয়ে মারা যায় । ফলে মশার ছেলে মৃত দেহকে ছুয়ে প্রতিজ্ঞা করে যে সে তার বাবার মৃত্যুর বদলা নিবে । এরপর সে কঠোর প্রশিক্ষণ নিয়ে এই এইডস রোগে আক্রান্ত রোগীকে যখন কামড় দেওয়ার চেষ্টা করে, তখন এই রোগী হাত দিয়ে এই মশাকে মেরে ফেলে ।
এর পর পার্ট 2 এর দেখা যায় এই মশা এই এইডস রোগীর হাতের থাবায় আহত হয়ে যায় । এরপর সে আবার প্রতিশোধ নেওয়ার জন্য অনেক সন্তান এর জন্ম দেয় এবং সে এবং তার সন্তানরা মিলে এই এইডস রোগীকে মেরে ফেলে । কিন্তু এই রোগী মরার পর এই কাটুন সিরিজটিতে মৌমাছি চরিত্রে আর্বিভাব হয় । এরপর সিরিজটিতে যতগুলো নতুন নতুন পর্ব আসতে শুরু করে, এটিতে নতুন নতুন চরিত্রে আর্বিভাব হতে থাকে ।
বর্তমানে মশার প্রতিশোধ বাংলা কাটুন সিরিজটির মোট ৮টি পর্ব উপলব্দ হয়েগিয়েছে । এই সিরিজটি অফিসিয়ালীভাবে সকল পর্বগুলো Adnan’s Toon (বাংলা) ইউটিউব চ্যানেলে উপলব্দ রয়েছে ।
মশার প্রতিশোধ বাংলা কাটুন সিরিজ পর্ব তালিকাগুলো
- মুন্সী মশার প্রতিশোধ Episode 01: A Revenge Saga Begin
- মুন্সী মশার প্রতিশোধ Episode 02: A Revenge Saga Continued
- মুন্সী মশার প্রতিশোধ Episode 03: মশা VS মৌমাছি
- মুন্সী মশার প্রতিশোধ Episode 04: Ending of The Revenge Saga
- মুন্সী মশার প্রতিশোধ Episode 05: ডেঙ্গুর আগমন
- মুন্সী মশার প্রতিশোধ Episode 06: ডেঙ্গুর কবলে মানবজাতি
- মুন্সী মশার প্রতিশোধ Episode 07: পিঁপড়াদের আগমন
- মুন্সী মশার প্রতিশোধ Episode 08: মশার সৎ ভাই
মশার প্রতিশোধ আসন্ন ৯ম পর্ব মুক্তির তারিখ ।
এই সিরিজটির আসন্ন ৯ম পর্বের নাম হচ্ছে উকুনের সংসার । আশা করা হচ্ছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে Adnan’s Toon (বাংলা) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ।