Bengali to English Translation 2022: বর্তমানে প্রায় স্যোসিয়াল মাধ্যম থেকে শুরু করে, সকল কিছুতেই ইংরেজী ভাষার ব্যবহার প্রয়োজন হয় । কিন্তু অনেকই আছেন যারা ইংরেজী ভাষা বলতে এবং লিখতে পারেন না ।
তো আজকের পোষ্ট এ আমি তাদের জন্য বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য কিছু জনপ্রিয় কৌশল । তাছাড়া অনেকগুলো Dictionary এ্যাপ এর নাম, মোবাইলে বাংলা থেকে ইংরেজি অনুবাদ, মোবাইলে মুখে বলে ইংরেজীতে লেখা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব ।
Table of Contents
বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম
Bengali to English Translation এর জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। তারমধ্যে কেউ ব্যবহার করে অনলাইন প্লাটফর্ম আবার কেউ ব্যবহার করে অফলাইন প্লাটফর্ম । তবে নিজস্ব সুবিধা অনুযায়ী দুইভাবেই ভাষা Translation করা যায় ।
অনলাইন প্লাটফর্ম এর মধ্যে আবার দুইভাবে ভাষা ট্রান্সলেশন করা যায় । যেমন: ভয়েস ট্রান্সলেশন এবং টাইপিং ট্রান্সলেশন ।
অফলাইনে অনুবাদ করার অন্যতম মাধ্যম হচ্ছে Dictionary Translation Software । এই সফটওয়্যার গুলোর মাধ্যমে আপনি যেকোন শব্দ বা বাক্য নেটওয়ার্ক সংযুক ছাড়া ট্রান্সলেশন করতে পারবেন ।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ online এ করার উপায়
যদি কোন বাংলা লেখার অংশ ইংরেজীতে অনুবাদ করতে প্রয়োজন হয়, তবে Google Translate এর ব্যবহার করতে হবে । কারন গুগল ট্রান্সলেশন এর মাধ্যমে খুব সহজেই যে কোন ভাষাকেই অনুবাদ করা যায় ।
আপনি যে কেবল মাএ গুগল ট্রান্সলেশন এর মাধ্যমে বাংলাই অনুবাদ করতে পারবেন তা শুধু নয় । বাংলা ভাষার পাশাপাশি বিশ্বের প্রায় সকল ভাষাতেই আপনি এখাানে অনুবাদ করতে পারবেন ।
মনে করুন আপনার কাছে কোন একটি বাংলা দরখাস্ত আছে, কিন্তু আপনি চাচ্ছে এই দরখাস্তটি ইংরেজীতে অনুবাদ করতে । তো আপনার মোবাইল বা কম্পিউটারের যদি টেক্সট আকারে থাকে তবে সরাসরি কপি করে গুগল ট্রান্সলেশন পোষ্ট করে দিলে সকল টেক্সট অটোমেটিক ভাবে অনুবাদ হয়ে যাবে ।
যদি টেক্সট লেখা না থাকে, তাহলে আপনি গুগল ট্রান্সলেশন এসে বাংলায় টাইপিং করতে থাকবেন । আর অটো ইংরেজীতে অনুবাদ হতে থাকে । তবে অবশ্যই আগে ইন্টারনেট এর সাথে আপনার ডিভাইস সংযোগ করে রাখতে হবে ।
পরিশেষে বলি, যারা মোবাইল বা কম্পিউটারে এর মাধ্যমে বাংলা থেকে ইংরেজি অনুবাদ online এ টাইপিং ছাড়া করতে চান । তারা চাইলে মুখে বললেও টাইপ করতে পারবেন ।
আরো পড়ুন: ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস চালু করা
আরো পড়ুন: মুশফিকুর রহিমের এর HOWZAAT Mushi The Dependable গেইম ডাউনলোড
মোবাইল এ মুখে বললে ইংরেজীতে অটোমেটিক লেখা অনুবাদ হয়ে যাবে ।
অনেকই আছেন যারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য জায়গায় ইংরেজীতে লেখা পাঠানোর ইচ্ছা থাকে । কিন্তু ইংরেজী ভাষা না জানা থাকার কারণে তারা ইংরেজীতে এসএমএস, চ্যাটিং বা অন্যান্য কাজ করতে পারেন না ।
এই সকল ব্যক্তিরা চাইলে Gboard – the Google Keyboard এনড্রয়েড এ্যাপস ব্যবহার করতে পারেন । এই এ্যাপস ব্যবহার করে আপনি বাংলায় মুখে বলবে এবং ইংরেজীতে অটোমেটিক লেখা অনুবাদ হয়ে যাবে ।
তো এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Gboard – the Google Keyboard এনড্রয়েড এ্যাপসটি ইনস্টল করে নিতে হবে । ইস্টল করার পর এ্যাপসটির সেট আপ করতে হবে ।
আর Gboard – the Google Keyboard এই এ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হয় এই নিয়ে ইউটিউব এ অসংখ্য ভিডিও রয়েছে । যার মাধ্যমে আপনি সহজেই ভিডিও দেখে এ্যাপসটির ব্যবহার করা সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন ।
সেরা কিছু বাংলা থেকে ইংরেজি অনুবাদ App Download
গুগল প্লে স্টোর এর দর্শকদের ব্যবহারকৃত জনপ্রিয় কিছু অনুবাদ করার অ্যান্ড্রয়েড সফটওয়্যার এর তালিকা নিন্মে দেওয়া হলো । আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি সফটওয়্যার ইনস্টল করতে পারেন ।
- Bengali-English Translator: Download
- English Bangla Dictionary: Download
- Bengali English Translator: Download
- English to Bangla Translator: Download
- Bangla Dictionary Offline: Download
- English to Bangla Translator Free: Download
- Bengali-English Translator: BN-EN : Download
- বাংলা থেকে ইংরেজি Bangla To English Translation: Download
- Bangla To English Translation- language translator: Download
- Bangla to English translator. (বাংলা) all language: Download
- Bengali – English Translator: Download
- বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ: Download
- English To Bangla Dictionary: Download
Conclusion
বন্ধুরা আমি যথাযথ চেষ্টা করেছি বাংলা থেকে ইংরেজি বানান অনুবাদ করার বিভিন্ন সুবিধা সম্পর্কে । এমন না যে এই সকল পদ্ধতিই ব্যবহার করা যায়, আরো অনেক পদ্ধতি রয়েছে যা ভবিষ্যতে এই সাইটে পোষ্ট করা হবে । তো নতুন সকল আপডেড পেতে এই ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন ।