বিশ্বের সবচেয়ে সুন্দর ৮ টি পা‌খির নাম গুলো জেনে নিন

বিশ্বের সবচেয়ে সুন্দর ৮ টি পা‌খির নাম গুলো জেনে নিন

পাখিরা প্রকৃতির এক অনন্য সম্পদ। তাদের সুর, রঙ এবং আচরণ আমাদের প্রতিদিনের জীবনকে আরও সুন্দর করে তোলে। আমি আপনার জন্য ৮টি সুন্দর পাখির নাম তুলে ধরলাম:

আটলা‌ন্টিক পা‌ফিন (Atlantic puffin) :

আটলা‌ন্টিক পা‌‌ফিন পা‌খি‌টি খুবই সুন্দর এবং দেখতে অনেকটা খেলনার মতো মনে হয়। এরা ওড়ার সাথে সাথে পা‌নিতে খুব দ্রুত চলাচল করতে পারে। এই পা‌খির গড় আয়ু ২০ বছর কিংবা তার বে‌শিও হয়। এরা বে‌শিরভাগ সময় সাগরে কাটায় ফলে একে সমুদ্রের তোতা বলা হয়।

‌গোল্ডেন ফিজ্যান্ট (Golden pheasant) :

‌গোল্ডেন ‌ফিজ্যান্ট তার সুন্দর রঙ এবং চমৎকার ডিজাইনের জন্য খুবই জন‌প্রিয়। সোনালী এবং লাল রঙের জন্য এদের নাম দেওয়া হয়েছে গোল্ডেন ফিজ্যান্ট। এদের গায়ে রংধনুর মতো রঙ তার ‌সৌন্দর্যকে বৃ‌দ্ধি করে। তাদের ওজন ৪৫০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত হয়।

ব্লু জে (Blue jay) :

ব্লু জে পা‌খি তাদের আকর্ষণীয় চেহারা ছাড়াও বু‌দ্ধিমত্তার জন্য বিখ্যাত। তারা অন্য পা‌খির ডিম ও বাসা চু‌রি করে। এছাড়াও এরা অন্য পা‌খির ডাক অনুকরণ করে। অন্য পা‌খি‌কে ভয় দেখাতে এরা ঈগলের ডাক নকল করে।

কীল-বিল্ড টুকান (Keel-billed toucan) :

কীল- বিল্ড টুকান রঙ বেরঙের লম্বা ঠোঁট বিশিষ্ট এক‌টি পা‌খি। এর ঠোঁটের রঙ সবুজ, লাল এবং হলুদ মি‌শ্রিত। দেখতে আকর্ষণীয় এই পা‌খির ঠোঁটের তুলনায় শরীর অনেক‌ ছোট।

‌বোহে‌মিয়ান ওয়াক্সউইং (Bohemian waxwing) :

বোহেমিয়ান ওয়াক্সউইং খুবই সুন্দর এবং আকর্ষণীয় পাখি। এই পাখির আওয়াজ খুবই মধুর। এজন্য এদের সং বার্ড বলা হয়। এরা লম্বায় 15 থেকে 20 সে.মি. হয়। এই পাখির লেজে সাদা ও হলুদ রং দেখা যায়।

স্কারলেট ম্যাকাও (Scarlet macaw) :

স্কারলেট ম্যাকাও খুবই সুন্দর এবং দীর্ঘ আয়ুর এক‌টি পা‌খি। কাকাতোয়া প্রজা‌তির এই পা‌খি আমে‌রিকার অনেক মানুষ তাদের ঘরে ‌পোষ মানায়। এই পা‌খির উড়ার ক্ষমতা অসাধারণ। এই পা‌খি মানুষের মতো হুবহু কথা বলতে পারে। এই পা‌খি লম্বায় ৮০ থেকে ৯০ সে.মি. এবং ওজন ২ থেকে ৩ কে‌জি হয়।

‌ফ্লে‌মিং‌গো (Flamingos) :

‌‌ফ্লে‌মিংগো কমলা এবং সাদা রঙের এক‌টি আকর্ষণীয় পা‌খি। পৃ‌থিবীতে ছয়‌‌টি ভিন্ন প্রজা‌তির ‌ফ্লে‌মিংগো রয়েছে। এরা শিকার করার জন্য নদী কিংবা সমুদ্রের ধারে দলবদ্ধভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে। এরা লম্বায় ৪ থেকে ৬ ফুট এবং ওজনে ৪‌ কে‌জি হয়।

আনাস হা‌মিং বার্ড (Anna’s hummingbird) :

আনাস হা‌মিং বার্ড পা‌খির মধ্যে রং প‌রিবর্তন করার অসাধারণ ক্ষমতা থাকে। যখন এরা তাদের মাথা কিংবা শরীরের কোন অংশ নাড়ায় তখন এদের পালক আলাদা আলাদা রঙের দেখা যায়। এই পা‌খি তার সামনে, পিছনে, ডানে, বামে যেকোনো দিকে স্হির হয়ে উড়তে পারে। সুন্দর এই পা‌খি‌টি ৪ থেকে ৫ বছর বাঁচে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top